মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে কর্মস্থলে এসে বাড়ী ফেরা হলো না সমবায় কর্মকর্তার

জয়পুরহাটে কর্মস্থলে এসে বাড়ী ফেরা হলো না সমবায় কর্মকর্তার

এস এম শফিকুল ইসলাম: অসুস্থ্য থাকার পরও কর্মের টানে অফিসে এসে আর বাড়ীতে ফিরে যেতে পারলেন না জয়পুরহাটের কালাই উপজেলার সমবায় কমকর্তা ফজলার রহমান (৫১)। গত রোববার বগুড়ার মালগ্রাম থেকে অফিসের দায়িত্ব পালণ করতে এসে তিনি উপজেলা ডরমিটরিতে কয়েকদিন ধরে রাত্রি যাপন করে আসছেন। ওই অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডরমিটরি রুমে তার মৃত্যু হয়। ওই কর্মকর্তার গ্রামের বাড়ী বগুড়ার আদমদীঘি উপজেলার কৈস্তইল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বগুড়ার মালগ্রামে বসবাস করতেন। সেখান থেকেই তিনি প্রতিদিন কালাই উপজেলা সমবায় কর্মকর্তার দায়িত্ব পালণ করে আসছেন। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ নিয়ে অসুস্থ্য অবস্থায় অফিস করে আসছিলেন। তাছাড়া সারাদেশ ব্যাপী ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন হবে আগামী ২ নভেম্বর। সে কারনে অফিসের অন্যান্য কাজ কর্ম এগিয়ে নিতে তিনি গত রোববার বগুড়া থেকে এসে আর বাড়িতে যাননি। উপজেলা ডরমিটরিতে রাত্রি যাবন করে আসছেন। কয়েকদিন ধরে তিনি ডরমিটরি থেকে অফিস করছেন। বুধবার সকাল ৯ টার মধ্যে অফিসের সকল কর্মচারীরা উপস্থিত হলেও ওই কর্মকর্তা উপস্থিত হননি। তাই অফিস সহকারি তার মোবাইল ফোনে বারবার কল দিলে রিসিভ না হওয়ায় ডরমিটরিতে যান। জানালা দিয়ে দেখতে পান ওই কর্মকর্তা বেডে চিত হয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকির পর কোন সারা-শব্দ না পাওয়ায় ওই কর্মচারী অফিসে ফিরে এসে অন্যান্য কর্মচারিদের নিয়ে তার রুমে যায়। ওই অবস্থায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুর সংবাদ পেয়ে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেননা। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, মৃত ওই কর্মকর্তার মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আসলে এমন মৃত্যু আমি কেন, কেউ মানতে পারছেনা। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, অফিসের দায়িত্ব পালন করতে এসে মৃত্যু বরণ করতে হবে এমনটা মেনে নেওয়া যায় না। এ মহুর্তে পরিবারের লোকজনদের সান্তনা দেওয়া ছাড়া আর কিবা আছে। দুপুরে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাযা নামাজ শেষে তার মরদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য শেষ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments