শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে যুবকের কারাদন্ড, ২ শিক্ষার্থী বহিষ্কার

চান্দিনায় পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে যুবকের কারাদন্ড, ২ শিক্ষার্থী বহিষ্কার

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মো. রাজু আহমেদ (২২) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।এছাড়া দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ৪ নভেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) স্নেহাশীষ দাশ ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মো. রাজু আহমদ চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন কংগাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো.মাসুদ রানা, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো.মাজহারুল ইসলাম।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো.আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে চান্দিনার দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসির ইংরেজী পরীক্ষা চলাকালে হলের জানালায় দাঁড়িয়ে প্রশ্নপত্রের ছবি ওঠায়। পরে প্রশ্নপত্র অনুযায়ী নকল সরবরাহ করে।

এ সময় স্থানীয়রা তাদেরে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় মো. রাজু আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইনে মো. রাজুকে অাহমদ দোষী সাব্যস্ত করে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার এ.এস.আই মো. মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে পেশকার মো. মফিজুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments