শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবাঁধের মাটি ও সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় রংপুর পাউবি প্রকৌশলীকে মারপিট

বাঁধের মাটি ও সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় রংপুর পাউবি প্রকৌশলীকে মারপিট

জয়নাল আবেদীন: তিস্তা ডান তীর রক্ষা বাঁধের মাটি এবং বাঁধের উপর লাগানো সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারি প্রকৌশলী ও তার কর্মচারীকে পিটিয়ে আহত করেছে । এসময় হামলাকারীরা তার মোটরসাইকেলটিও ভাংচুর করে। আহত ওই প্রকৌশলীকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে।তবে কেউ এখনো গ্রেফতার হয়নি । জানা গেছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের শাখা-১ এর উপ-সহকারি প্রকৌশলী চাঁন মিয়া সোমবার দুপুরে তার অধীস্থ কর্মচারী আহেদ আলীর মাধ্যমে জানতে পারেন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের দয়াল বাজার এলাকায় অসাধু কিছু ব্যক্তি সংঘবন্ধ হয়ে সরকারি বেড়ি বাঁধ ও সরকারি গাছ কেটে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করছে। এরপর বিষয়টি তিনি নির্বাহী প্রকৌশলীকে জানালে তাকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেন। বিকেলে সাইকেল যোগে ঘটনাস্থলে গিয়ে বাঁধ ও সরকারি গাছ কেটে দোকান ও ঘরবাড়ি নির্মাণ কাজে বাধা দেন। এসময় দখলদার বকুল মিয়া (৪৫), মাহমুদা বেগম ওরফে মিষ্টি(২২), বাবুল(৪০), লাবলু মিয়া (৪৬),রজব আলী(৪২),মো. তাজের উদ্দিন(৫০) এবং মজনু মিয়া(২৮) সহ বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। পরে তাদের চিৎকারে আশেপাশের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যান। এলাকাবাসী তদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন ।আহত উপসহকারি প্রকৌশলী চাঁন মিয়া জানান, বাধের জায়গা ও সরকারী গাছ কাটতে বাধা দেওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ বলেন প্রকৌশলী চাঁন মিয়া এজাহার দায়ের করেছেন। তিনি বলেন হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। রংপুর পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments