বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে মসজিদ নির্মানে আর্থিক অনিয়মের অভিযোগ

পাঁচবিবিতে মসজিদ নির্মানে আর্থিক অনিয়মের অভিযোগ

এস এম শফিকুল ইসলাম: জনমত উপেক্ষিত ও জনবিচ্ছিন্ন স্থানে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মান বন্ধ করে জনবান্ধব স্থানে প্রকল্প বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পাঁচবিবি নাগরিক কমিটির সদস্যরা। শুক্রবার দুপুর ১১টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাঁচবিবি নাগরিক কমিটির আহবায়ক একেমএম মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের ব্যাপীর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মীর রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ, পৌর কাউন্সিলর ইভানা আক্তার মিনুসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। লিখিত বক্তব্যে অভিযোগ করে তারা জানান, প্রায় ১৪ কোটি টাকা বাজেটের এই মডেল মসজিদ নির্মানের শুরু থেকেই একটি স্বার্থান্বেশী মহল অতীব গোপনে স্থান নির্বাচন, জমি অধিগ্রহনসহ সকল কর্মকান্ড চালাচ্ছে। শুধু জমি অধিগ্রহনেই জমি মালিকের সাথে আঁতাত করে ১ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার চক্রান্ত করছে। এই অনিয়মের সাথে পাঁচবিবি উপজেলার সদ্য বিদায়ী ইউএনও রাজিবুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার এক কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলেও তারা জানান। অভিযোগকারীরা পূনরায় জমি অধিগ্রহন করে পাঁচবিবি টেক্সটাইল মিল চত্তর কিংবা এর উত্তর পার্শ্বে ব্যক্তি মালিকানাধীন স্বল্প দামে জমি ক্রয়ের মাধ্যমে উপজেলা মডেল মসজিদ নির্মানের দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments