শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে পেঁয়াজ ২০০ টাকা কেজি, বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভূঞাপুরে পেঁয়াজ ২০০ টাকা কেজি, বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের বিভিন্ন পেঁয়াজের দোকানগুলোতে অভিযান চালিয়ে ৫ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীনও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন গোবিন্দাসী বাজারের পেঁয়াজের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন ।দোকান গুলোর মালিকগণ পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ক্রেতাদের অভিযোগ, বাজারে পেঁয়াজের কোন ঘাটতি নেই তাহলে কেন ২০০ টাকা দরে আমাদের পেঁয়াজ কিনতে হবে? ক্রেতারা আরো বলেন, কিছু পেঁয়াজ ব্যবসায়ী সিন্ডিকেট করে অতি মুনাফা করার জন্য পেঁয়াজের বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। এদিকে অভিযান পরিচালনা করলে তাৎক্ষনিক কেজি প্রতি ২০ টাকা কমিয়ে ১৮০ টাকা দরে বিক্রি করছে মুনাফা লোভীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, এ অভিযান চলছে এবং বাজার নিয়ন্ত্রণে তা অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments