শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সড়ক পরিবহন আইন সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মসূচী শুরু

রংপুরে সড়ক পরিবহন আইন সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মসূচী শুরু

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে ট্রাফিক বিভাগ(উত্তর) লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা করে উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস ট্রাফিক উত্তর টিআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ট্রাফিক বিভাগ(উত্তর) অফিসার ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ট্রাফিক বিভাগ(দক্ষিণ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ন সড়কে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন দিক তথা নীতিমালা, জরিমানা ও দন্ড সংক্রান্তে মতবিনিময় সভা আয়োজন করে। উক্ত কর্মসূচিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্তে পথচারী, পরিবহন চালক, পরিবহন মালিকসহ সর্বস্তরের জনগণকে সচেতন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments