শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ৩দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

লক্ষ্মীপুরে ৩দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’ শুরু হয়েছে। (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউট।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে কালেক্টরেট ভবনের সামনের ড্রিলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম।
এসময় ‘গণমানুষের কবি নজরুল’ বিষয়ে বক্তব্য রাখেন, নজরুল ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।
জানা গেছে, ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ১৪-১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনে জাতীয় কবি নজরুল ইসলামের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনে গত মঙ্গলবার থেকে টানা পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments