বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় “বর্ণমালা” নামের লিটল পত্রিকার মোড়ক উম্মোচন

কলাপাড়ায় “বর্ণমালা” নামের লিটল পত্রিকার মোড়ক উম্মোচন

এস কে রঞ্জন: দেখবো লিখবো এবং পড়বো এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় “বর্ণমালা” নামের একটি লিটল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়েছে। পৌর শহরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অ্যালফাবেট কি-ারগার্টেন’র উদ্যোগে এটি প্রকাশিত হয়। শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানের সবুজ চত্বরে পি এস সি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির উপস্থিত থেকে এ পত্রিকাটি প্রথমবারের মত উম্মোচন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং গীতা পাঠ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাল্যদান ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পৌর কাউন্সিলর এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, এইচ আর মুক্তাসহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামান সুজন তিনি জানান, ত্রৈমাসিক এই লিটল পত্রিকাটি হবে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি মাধ্যম। কারন এতে শিশুরাই লেখা- লেখি করবে। এতে শিশুদের সমস্যা, সম্ভাবনা এবং বিনোদন বিষয়ক লেখা থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments