শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাআক্কেলপুরে পেয়াঁজের পাতা ১০০ টাকা কেজি

আক্কেলপুরে পেয়াঁজের পাতা ১০০ টাকা কেজি

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি দরে। বাজারে নতুন পেঁয়াজ উঠতে আরও কিছু দিন লাগবে। দাম বেশির আশায় কৃষক অপরিপক্ক পেঁয়াজ পাতা ক্ষেত থেকে তুলে বাজারে পাইকারি বিক্রি করছে ১০০ টাকা কেজি দরে। খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। কৃষকরা জানায়, বাজারে দেশি পেঁয়াজ উঠতে শুরু করলে পেঁয়াজের দাম কমতে শুরু করবে। দাম কমার আগে তারা ক্ষেত থেকে পেঁয়াজ পাতা বেশি দামের আশায় বিক্রি করছেন। স্থানীয় কলেজ বাজারে গিয়ে দেখা গেছে কৃষকরা ভ্যান রিকশা ভরে এনে তারা বাজারে পেঁয়াজ পাতা বিক্রি করছে। এ বাজার থেকে পাইকাররা পেঁয়াজ পাতা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলার বাজারগুলোতে। তিলকপুর গ্রামের পেঁয়াজ চাষি জামাল জানায়, তিনি এক কাঠা জমিতে নিজে খাবার জন্য পেঁয়াজ আবাদ করেছেন। এখন দাম বেশি তাই পেঁয়াজ পাতা বিক্রি করে দিচ্ছেন তিনি। বাজারে পেঁয়াজের দাম কমলে তিনি আবার খাওয়ার জন্য পেঁয়াজ কিনবেন। বাজারে নতুন পেঁয়াজ উঠতে আরও কিছু দিন লাগবে। দাম বেশির আশায় কৃষক অপরিপক্ক পেঁয়াজ পাতা ক্ষেত থেকে তুলে বাজারে পাইকারি বিক্রি করছে ৭০ টাকা কেজি দরে। খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments