মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাস্ত্রীকে দাফনের পর না ফেরার দেশে স্বামীও

স্ত্রীকে দাফনের পর না ফেরার দেশে স্বামীও

বাংলাদেশ প্রতিবেদক: স্বামী-স্ত্রীর ভালোবাসা বয়সের শেষ সময়েও ভাটা পড়ে না। এমনই এক দৃষ্টান্ত স্থাপিত হল কটিয়াদী উপজেলা সংলগ্ন নরসিংদীর মনোহরদী উপজেলায়।

স্ত্রী জায়েদা খাতুন ওরফে রিমাকে (৫৫) কবর স্থানে দাফনের দেড় ঘণ্টা পর স্বামী মুর্শিদ উদ্দিন (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মনোহরদী উপজেলার পশ্চিম চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বেলা ১১টায় সাবেক ইউপি সদস্য মুর্শিদ উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মুর্শিদ উদ্দিনের প্রতিবেশী প্রভাষক আনোয়ারুল হক তুহিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় সাবেক ইউপি সদস্য মুর্শিদ উদ্দিনের স্ত্রী জায়েদা খাতুন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার আছরবাদ জানাজা শেষে লাশ দাফন করে বাড়িতে ফিরে আসেন স্বামী মুর্শিদ উদ্দিন।

তিনি জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান মুর্শিদ উদ্দিন।

ওই দম্পতির ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments