ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় রহমান ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস নামের একটি কোম্পানীর ফেক্টরি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কোম্পানীর মালিক মো. রফিকুল ইসলামের দুই ভাই ও কোম্পানীর পরিচালক হাজী মো. শহীদুল ইসলাম ও মো. সফিউল ইসলাম বাশার কে ২ মাস করে কারাদন্ড এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, কেমিক্যাল, বিএসটিআই এর অনুমোদনহীন প্রোডাক্ট তৈরী, বর্জ পদার্থ ফেক্টরিতে রেখে দেওয়া, কৃত্রিম রং ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ এনে ২লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে র্যাব-১১ এর একটি টিম ওই ফেক্টরিতে অভিযান চালান। মেজর তালুকদার নাজমুছ সাকিব ও এএসপি মুহিতুল আলম এর নেতৃত্বে র্যাবের ওই অভিযান পরিচালিত হয়।