বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ: ১৩ দিন পর আহত শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ: ১৩ দিন পর আহত শিক্ষিকার মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার বড়ুয়া ভবনে ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে আহত আরো এক নারী ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার মারা গেছেন।

মৃত ডরিন তিশা গোমেজ (২৪) নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বাসিন্দা অনল গোমজের কন্যা। তিনি ইসলামিয়া কলেজে বি.কম সমাপনী পরীক্ষার্থী ছিলেন।

পড়ালেখার পাশাপাশি তিশা পাথরঘাটা সেন্ট জনস গ্রামার স্কুলে শিক্ষকতা করতেন। বিস্ফোরণের সময় স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় গুরুতর আহত হন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, বিস্ফোরণে আহত হয়ে ১৩ দিন চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডরিন তিশা গোমেজ মারা যান। তাঁর লাশ স্বজনরা নিয়ে গেছে বলে জানান তিনি। এ নিয়ে পাথরঘাটার বিস্ফোরণে আটজনের মৃত্যু হলো।

এ ব্যাপারে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘বিস্ফোরণে আহত কেউ মারা গেছে কিনা আমরা এখনও জানি না।’

গত ১৭ নভেম্বর নগরীর পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত এবং ১৫ জন আহত হন।

চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার বড়ুয়া ভবনে ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে আহত ডরিন তিশা গোমেজ নামে আহ এক নারী ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার মারা গেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments