শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারামগতিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ২২ প্রতিষ্ঠান পুড়ে ছাই

রামগতিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ২২ প্রতিষ্ঠান পুড়ে ছাই

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসা- প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। মঙ্গলবার ভোর চারটার দিকে রামগতি উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সকালে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ওই বাজারের মুদি দোকান, পাঠাগার, র্স্বণালংকার দোকান, কাপড়ের দোকান, ঘড়ির দোকান, মোবাইল দোকানের মালামালসহ ১৯টি দোকানঘর এবং হারাধন মাস্টার, দিলীপ বাবু ও শিশু বাবুর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাসেম জানান, রামগতি বাজারে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারটি ওই বাজারের সজলের কসমেটিক দোকানে পড়লে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments