বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ইজিপিপি প্রকল্পে ৭ ইউনিয়নের কাজ শেষ

উল্লাপাড়ায় ইজিপিপি প্রকল্পে ৭ ইউনিয়নের কাজ শেষ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পে ১৪টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের কাজ শেষ হয়েছে। বাকী ৭টি ইউনিয়নের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলে জানা যায়। এখন উপজেলা প্রশাসন থেকে প্রকল্প গুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে, চলতি অর্থ বছরে উল্লাপাড়া উপজেলায় এ কর্মসূচিতে ১৪টি ইউনিয়নে ৩৬টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে ৩৫টি প্রকল্প রাস্তা নির্মান ও পুনঃ নির্মান। আর একটি প্রকল্পে বলাই সিমলা দাখিল মাদরাসায় মাটি ভরাটের কাজ রয়েছে। মোট ৩৬টি প্রকল্পে ৪ হাজার ৫৭ জন শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ অক্টোবর থেকে এ কর্মসূচিতে কাজ শুরু হয়। এরই মধ্যে ৭টি ইউনিয়নে ১৬টি প্রকল্পের নির্মান কাজ শেষ হয়েছে। ইউনিয়ন গুলো হলো-রামকৃষ্ণপুর, বাঙ্গালা, সদর উল্লাপাড়া, পঞ্চক্রোশী, পূর্ণিমাগাঁতী, হাটিকুমরুল ও সলপ। এ কর্মসূচিতে বড়হর ইউনিয়নে অনুপস্থিত ১১ জন শ্রমিকের ২০ দিনের, রামকৃষ্ণপুর ৫ জন শ্রমিকের ১০ দিনের ও পূর্ণিমাগাঁতীতে ১০ জন শ্রমিকের ১০ দিনের হাজিরা উপজেলা প্রশাসন থেকে বাদ দেয়া হয়েছে। এ কর্মসূচিতে বড়হর ইউনিয়নে ৯ দিন, দূর্গানগরে ৯ দিন, সলংগায় ১৪দিন, কয়ড়ায় ৪ দিন, উধুনিয়ায় ৪দিন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে ৯ দিনের কাজ বাকী রয়েছে। এবারের ইজিপিপি প্রকল্পের কাজ গুলো উপজেলা প্রশাসন থেকে মাঠ পর্যায়ে সরেজমিনে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া সরেজমিনে প্রকল্প গুলোর বাস্তবায়ন কাজ দেখছেন। এছাড়া প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান প্রকল্প গুলোয় শ্রমিক হাজিরা সঠিক আছে কিনা তা সরেজমিনে দেখছেন বলে জানা যায়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া বলেন, প্রতি প্রকল্পে শ্রমিক হাজিরা ও প্রকল্পের সঠিক বাস্তবায়ন দেখে বিলের টাকা দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments