শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সব নিয়ম মেনেই চলছে বিদ্যালয়, বেতন ভাতা নেই শিক্ষকদের

উল্লাপাড়ায় সব নিয়ম মেনেই চলছে বিদ্যালয়, বেতন ভাতা নেই শিক্ষকদের

সাহারুল হক সাচ্চু: একটি প্রাথমিক বিদ্যালয়। বেশ জরাজীর্ন দশা। আসবাবপত্রের সংখ্যা একেবারেই কম। সব নিয়ম কানুন মেনেই চলছে। নিয়মিত পাঠদান করা হয় শিক্ষার্থীদের। প্রায় ১১ বছর ধরে চার জন শিক্ষকতা করছেন। প্রতিষ্ঠার প্রথম থেকেই এরা পেশাটিতে আছেন। এদের কোন বেতন ভাতা নেই। এরপরও চলছে।এটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাখুয়া কারিগরপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রায় সাড়ে ৪৫শ ভোটারের গ্রাম বাখুয়ায় রয়েছে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত ২০০৮ সালে সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া গ্রামের কারিগরপাড়া প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও চালু করা হয়। সে সময় স্থানীয়রা উদ্যোগ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ের নিজস্ব জমির পরিমাণ ৩৪ শতক। সে জমিতেই বিদ্যালয় ঘর নির্মাণ করা হয়েছে। বিশাল একটি টিনের চাল ও বেড়ায় নির্মিত বিদ্যালয় ঘরটি স্থানীয়রাই অর্থ যোগাড় করে নির্মাণ করেন। এরপর চার জন শিক্ষক ও এলাকার শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। সেই থেকে আজও চলছে। বিগত ২০১২ সাল থেকে ৫ম শ্রেণৗর শিক্ষার্থীরা সমাপনি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বই সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১শ ৬০ জন। বিদ্যালয় ঘরটি বেশ জরাজীর্ণ হয়ে গেছে। কাচা মেঝের বেশি অংশ ধসে গেছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্রেঞ্চসহ নেই অন্যান্য আসবাবপত্র। প্রধান শিক্ষক মোছাঃ উম্মে সালমা জানান, বছর খানেক আগে নিজেরা প্রায় ২০ হাজার টাকা খরচ করেছেন বিদ্যালয় ঘরটির পিছনে। এবারের বন্যার পানিতে মেঝে ধসে যাওয়া ও অন্যান্য ক্ষতি হয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি অর্থ পায়না বলে শিক্ষার্থী কম বলে জানা যায়। এলাকার অভিভাবকদের অনেকেই তাদের সন্তানদেরকে পড়া লেখায় অন্যত্র ভর্তি করে দিয়েছেন। বিগত ২০১২ সালে বিদ্যালয়টি রেজিষ্ট্রার্ডের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়। পরবর্তিতে অজ্ঞাত কারণে বিদ্যালয়টি রেজিষ্ট্রার্ড ভুক্ত ও জাতীয় করণ করা হয়নি। এ বিদ্যালয়ের শিক্ষক চারজনের কেউ কোনো বেতন ভাতা পান না। প্রধান শিক্ষক আরো জানান, বিদ্যালয়টি সরকারি করণ ও নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হবে। বাখুয়া কারিগরপাড়া গ্রামের সমাজ সচেতন ব্যাক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়টি সরকারি করন হলে আশেপাশের পাড়াগুলো শিক্ষার্থীরা পড়া লেখা করার উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা পাবে। উপজেলার শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান, বিদ্যালয়টির বিষয় জানা আছে। সরকারি করনের কোন নির্দেশনা আসলে এ বিদ্যালয় অগ্রাধিকার ভিত্তিতে তালিকা ভুক্তির ব্যবস্থা নেওয়া হবে। তিন ওয়ার্ডের ৮ হাজার ভোটারের চার গ্রামে প্রাথমিক বিদ্যালয় তিনটি। এদিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাশাপাশি তিনটি ওয়ার্ডের ৭ হাজার ৮শ ৯৫ জন ভোটারের চারটি গ্রামে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পরিবার ও ভোটার সংখ্যা হিসেবে বিদ্যালয় সংখ্যা কম বলে অনেকেরই মত মিলেছে। এর মধ্যে চার নং ওয়ার্ডের বাখুয়া গ্রামের ভোটার সংখ্যা ৪ হাজার ৫শ ২৮ জন। এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি বর্তমান শিক্ষার্থীর ৫শ ১৭ জন। ৫ নং ওয়ার্ডের নাগরৌহা গ্রামের সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩শ ৭৩ জন। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৫শ ৬০ জন। আর ভদ্রকোল ও পংরৌহা গ্রাম নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১হাজার ৮শ ৭৪ জন। ভদ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ ৩৮ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments