শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসকল নথিপত্র প্রমানাদি থাকার পরও মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম বাদ! বৃদ্ধ মুক্তিযোদ্ধার...

সকল নথিপত্র প্রমানাদি থাকার পরও মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম বাদ! বৃদ্ধ মুক্তিযোদ্ধার আকুতি

জয়নাল আবেদীন: মুক্তিযোদ্ধা সনদে দীর্ঘ ২৭ বছর পুলিশে চাকুরি করার পর সকল নথিপত্র প্রমানাদি থাকার পরও মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে মো: আব্দুস ছালাম নামের এক অবঃসরপ্রাপ্ত পুলিশ কন্সটেবলকে । তিনি যদি ভুয়া মুক্তিযোদ্ধ হয়ে থাকেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ারও দাবী জানিয়েছেন। অন্যথায় তার সকল প্রমানাদি পরীক্ষা নিরীক্ষা করে মুক্তিযোদ্ধার তালিকায় অর্ন্তভুক্তি করে মুক্তিযোদ্ধার সকল সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এই দাবী জানান মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ কন্সটেবল আব্দুল ছালাম। সংবাদ সন্মেলনে তিনি জানান, মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা সনদে পুলিশ বাহিনীতে যোগদানকরি। ৯৯ সালে পুলিশের চাকুরি থেকে অবসর গ্রহণ করি। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমার বডি নম্বর (ভারতীয়) ৮৭৩১। ভারতের ডাঙ্গের হাট ক্যাম্পে ভর্তি হবার পর সেখান থেকে পতিরাম ক্যাম্প এরপর পানীঘাটা শেষে শিলিগুরীতে ট্রেনিং করি। আমার কোম্পানী কমান্ডার দুলাল মিয়া, কমান্ডার আজিজার রহমান, সেকসন কমান্ডার মমতাজ উদ্দিন ছিলেন। সাংবাদিক সন্মেলনে এই বীর যোদ্ধা জানান, আমি ৭ নং সেক্টরের অধীনে দিনাজপুর জেলার মোহেনপুর ব্রীজ এলাকায় যুদ্ধ করেছি। এই যুদ্ধে আমার সংগীয় যোদ্ধা ছিলেন, আব্দুর রাজ্জাক, ইউসুফ গোলাম মোস্তফাসহ অনেকে। চাকুরি থেকে অবসর নেওয়ার পর আমার পরিবাওে ৪ছেলে মেয়ে । তাদের মধ্যে মেয়েকে বিয়ে দিয়ে অর্থনৈতিক অবস্থা ও শারিরিক অবস্থা ভালো যাচ্ছে না। চাকুরির সময় মূলকাগজ পত্র জমা দেওয়ার পর সেগুলো এখন আর দিতে পারছে না পুলিশ সদর দফতর । আমি ট্রেনিং নেওয়ার পর র্দীঘ ৭ মাস ২০ দিন দেশের হয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বোয়ালদাড় গ্রামে আমার স্থায়ী নিবাস পিতার নাম কাইয়ুম এবং মাতার নাম আয়শা বেগম । দেশের বিভিন্ন স্থানে চাকরি করার পর বর্তমানে রংপুর নগরির ১৯ নম্বও ওয়ার্ডেও নীলকন্ঠ এলাকায় বসবাস করছি । তিনি বলেন আমার নিজস্ব উপজেলার থানা কমান্ডার সত্যায়িত করে “ ক” তালিকা ভুক্ত করেন অথচ রংপুর সার্কিট হাউসে বাছাইকালে আমার নাম বাদ দিয়ে দেয়া হয় । সংবাদ সম্মেলনে বৃদ্ধ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments