শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরের পায়রাবন্দে পালিত হচ্ছে বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যু বার্ষিকী

রংপুরের পায়রাবন্দে পালিত হচ্ছে বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যু বার্ষিকী

জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াতের ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যু বার্ষিকী নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রোকেয়া জন্মস্থান পায়রাবন্দে তিনদিন ব্যাপী মেলা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রংপুর জেলা প্রশাসন। সোমবার সকাল নয়টায় রোকেয়ার স্মৃতিস্তম্ভে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে নয়টায় আলোচনা সভা ও তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ. এন আশিকুর রহমান বলেন, পায়রাবন্দে বেগম রোকেয়ার নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, নারীদের ঘরে থাকার দিন রোকেয়ার সময়েই শেষ হয়েছে। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য দূর করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ নারী-পুরুষের অংশগ্রহণে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, ২০১৬ সালে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও সংসদ সদস্য আরমা দত্ত । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম। সভাপতিত্ব করেন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। তিন দিনব্যাপী মেলার অংশ হিসেবে সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় অনষ্ঠিত হয় নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে অলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments