মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ২২ বছর আগের মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিদ্যালয়ের নামে জমি ক্রয়

উল্লাপাড়ায় ২২ বছর আগের মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিদ্যালয়ের নামে জমি ক্রয়

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত ব্যক্তিকে জমি বিক্রেতা দেখিয়ে ভেংড়ী পূর্বপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩০ শতক জমি ক্রয় দলিল সম্পাদন করা হয়েছে। তার মৃত্যুর প্রায় ২২ বছর পর জীবিত বিক্রেতা দেখিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে জমি ক্রয় দলিলটি করা হয়েছে। এ দলিলে সাব রেজিস্টার এবং দলিলটির লেখক দু’জনেরই স্বাক্ষর নকল করা হয়েছে বলে জানা যায়। এ ছাড়া স্থানীয় সাব রেজিস্টার অফিসে এ দলিলের কোন তথ্যাদি নেই। ভূয়া এদলিল মূলে ভূমি অফিস থেকে ক্রেতার নামে জমিটির নামজারী করে দেওয়া হয়েছে। এদিকে মৃত পিতাকে জমি বিক্রেতা দেখানো ও ভূয়া দলিল বিষয়ে জানিয়ে জমির নামজারী বাতিলের আবেদন করা হয়েছে। উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী পূর্বপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় বিধি মোতাবেক জমি দেখানো হয়। এ বিদ্যালয়ের জন্য ভেংড়ী এলাকায় ৩০ শতক জমি ক্রয়ের দলিল দেখনো হয়েছে। এ দলিলের ক্রমিক নং- ১২০৯৭ ও দলিল নং- ১২০৮০। এ দলিলে দেখা গেছে বিগত ২০০৮ সালের ১৮ আগস্ট উল্লাপাড়া সাব রোজিস্টার অফিসে দলিলটি সম্পাদন করা হয়েছে। এদলিলে বিক্রেতার নাম ভেংড়ী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মোঃ জহির উদ্দিন (৭০) এবং ক্রেতা ভেংড়ী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক উল্লেখ করা হয়েছে। মির্জাপুর ভেংড়ী মৌজার জেএল নং- ১০৭, খতিয়ান নং- ৮২২ ও জমির পরিমান ৩০ শতক। এদিকে দলিলটিতে জমি বিক্রেতা হিসেবে উল্লেখ করা নামের ব্যক্তি জহির উদ্দিনের পারিবারিক সদস্যদের একজন মোঃ আঃ ছামাদ জানান, তাঁর পিতা ১৯৮৭ সালে বার্ধক্য জনিত কারনে মারা গেছেন। তার মৃত্যুর প্রায় ২২ বছর পর তাকে জীবিত দেখিয়ে জমি বিক্রেতা দেখানো হয়েছে। তিনি আরো জানান, দলিলে জহির উদ্দিনের মাতার পরিচয়ে তার স্ত্রী ছকিনা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্বাক্ষী ২ জনের মধ্যে সোলায়মান হোসেনের স্ত্রী সুফিয়া খাতুনকে মাতা এবং আব্দুস ছামাদের মাতার নাম ভাবী সুফিয়া খাতুনকে উল্লেখ করা হয়েছে। এ দলিলের লেখক হিসেবে উল্লাপাড়া সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সি-১৭৯ লাইসেন্সধারী মোঃ শাহ আলমের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি জানান এ দলিলের লেখক তিনি নন। তার নাম ও লাইসেন্স উল্লেখ করে স্বাক্ষর নকল করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে থানায় জিডি করবেন বলে জানান। এদিকে দলিলের বিষয়ে সাব- রেজিস্টার অফিসে খোজ করে জানা যায়, এটি একটি ভূয়া দলিল। সাব রেজিস্টারের স্বাক্ষর নকল করা হয়েছে। বিগত ২০১৬ সালে এ দলিলমূলে ভূমি অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে জমির নামজারী করে দেওয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসের নামজারী কেস নং-৩৫৬২ ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ভূমি অফিসের নামজারী কেস নং-২৯১। এসব বিষয়ে জানতে পেরে মৃত জহির উদ্দিনের ছেলেদের পক্ষে একজন মোঃ সোলায়মান হোসেন গত ১০ ডিসেম্বর এ জমির নামজারী বাতিলের আবেদন করেছেন। ভেংড়ী পূর্বপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সবুজ জানান বিদ্যালয়ের নামে জমি ক্রয়ে জাল-জালিয়াতিতে তিনি জড়িত নেই। ওরা এসব করেছে। ওরা কারা এ বিষয়ে বার বার জানতে চাইলেও তিনি তা জানাননি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজি মাহামুদ ইজদানী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ তিনি পাননি। তবে, তার বিভাগের মহাপরিচালকের নামে ভূয়া দলিল করে জমি ক্রয়ের বিষয় অবশ্যই প্রতারনা করা হয়েছে। এটি বড় ধরনের অপরাধ। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, তিনি নামজারী বাতিলের বিষয়ে দু’পক্ষকেই ডাকবেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments