বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাখুলনায় অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু, জয়পুরহাটে বিক্ষোভ

খুলনায় অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু, জয়পুরহাটে বিক্ষোভ

এস এম শফিকুল ইসলাম: বকেয়া বেতনের দাবিতে অনশনরত খুলনায় পাটকল শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচুড়মোড়ে সমাবেশ করে এই বাম দলটি।
বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সামিউল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সদস্য উৎপল দেবনাথ, ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- বিরাষ্ট্রীয়করণ, লুটপাট, দুর্নীতির কারণে পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। ইতিমধ্যে পাটকল শ্রমিক আব্দুস সাত্তার অনশনে মৃত্যুবরণ করছে এর দায় রাষ্ট্রকে নিতে হবে, নিহত পরিবারকে আর্থিক সহযোগীতা দিতে হবে। বেতন, মজুরি কমিশন ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, পিএফ ফান্ডের টাকা ফেরৎ, চাহিদা অনুযায়ী পাট মৌসুমে পাট কেনাসহ ১১ দফা তাদের দাবি দ্রুতই বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারাদেশে গণ-আন্দোলনের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন করা হবে বলে হুশিয়ারি জানান বক্তারা।
উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ, পিএফ-এর বকেয়া পরিশোধ, বদলি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, অত্যাধুনিক মেশিন ক্রয়সহ ১১ দফা দাবিতে খুলনায় অনশনরত পাটকল শ্রমিকদের মধ্য থেকে আব্দুস সাত্তার নামের একজন শ্রমিক গতকাল বৃহস্পতিবার মারা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments