শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালামায় তামাকের বিকল্প ভুট্টা-চীনা বাদাম চাষে প্রণোদনায় খুশি কৃষক

লামায় তামাকের বিকল্প ভুট্টা-চীনা বাদাম চাষে প্রণোদনায় খুশি কৃষক

নুরুল করিম আরমান: চলতি রবি মৌসুমে বান্দরবানের লামা উপজেলার ৩৮৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে কৃষি উপকরণ দেয়া শুরু হয়েছে। মূলত মাটি, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ থেকে ফেরাতে ভুট্টা ও চীনা বাদাম চাষের লক্ষ্যে উচ্চ ফলনশীলন জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে দেয়া হচ্ছে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে দরিদ্র কৃষকের তালিকা অনুযায়ী রবি শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর এতে এখানকার সাধারণ কৃষক খুব খুশি। সূত্র জানায়, গত নভেম্বর মাস থেকে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষকদের এ প্রণোদনা দেয়া শুরু হয়। এর মধ্যে রুপসীপাড়া ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৪০জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক, সরই ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৪০জন কৃষক, ফাইতং ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৫০জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক, আজিজনগর ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৩৫জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক, গজালিয়া ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৪৫জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক, ফাঁসিয়াখালী ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৫০জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক, লমাা সদর ইউনিয়নে ভুট্টা চাষের জন্য প্রণোদনা পাচ্ছেন ৪০জন ও চীনা বাদাম চাষের জন্য ৫জন কৃষক। এছাড়া পৌরসভা এলাকায় ৫০জন ভুট্টা ও ৫জন কৃষক পাচ্ছেন চীনা বাদাম প্রণোদনা। একই সাথে প্রতি কৃষক জমির জন্য সারের উপকরণ সহায়তাও পাচ্ছেন। কৃষক হ্লাথুই মং মার্মা ও নজির আহমদ জানান, তারা সরকারি বীজ ও সার পেয়েছেন। তারা এসব উপকরণের মাধ্যমে ভুট্টা ও চীনা বাদাম আবাদ করবেন। গজালিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষক প্রিতমা ত্রিপুরা ও আবদুস সালাম বলেন, এবার সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা দারুণ খুশি। এর মাধ্যমে অন্যান্য ফসলের ঘাটতি পুষিয়ে এসব শস্যে তারা লাভবান হবেন। এ জন্য সরকারের এ কার্যক্রমকে তারা সাধুবাদ জানান। কৃষি অধিদপ্তর সূত্র জানায়, মূলত উপজেলায় তামাকের বিস্তর আবাদ হয়। তাই এ আবাদ থেকে ফেরাতেই ভুট্টা ও চীনা বাদাম আবাদের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। গত নভেম্বর মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নগুলো ও পৌরসভা এলাকায় প্রণোদনা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম বলেন, সব ধরণের স্বচ্ছতা ও যথাযথ বিধিবিধান অনুযায়ী সরকারের রবি শস্যের প্রণোদনা দেয়া হচ্ছে। বিনামূল্যে সার ও বীজ প্রদানের পাশাপাশি চাষিদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করবে কৃষি কর্মকর্তারা। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের এই প্রণোদনা সহায়তার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বরি শস্য ভুট্টা ও চীনা বাদাম চাষে আগ্রহী হওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে তামাকের আবাদও কিছুটা হলেও কমে আসবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments