বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে‘কচিমুখ নাট্যাঙ্গন (ক না)’নামের শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। সংগঠনটি দেশাত্ববোধক গান এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির পালন করেন। ১৯৭১সালে বাংলদেশ স্বাধীনতা অর্জনের শুভ সুচনা লগ্নেই ততকালীন ১৪ ডিসেম্বর বাঙালী জাতির বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকহানাদার বাহিনী। ৪৮ বছর আগের সেইদিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকান্ডের মূহুর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রযন্মের কাছে তুলে ধরেন। বুদ্ধিজীবী হত্যা দিবসের প্রতিপাদ্য বিষয় উপস্থাপনা করেন ফাবিহা আনবার যোয়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ। এসময় সংগঠনের শিশু-কিশোর এবং অভিবকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments