শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় গবাদি পশুর টিকাদান কর্মসূচির উদ্বোধন

উল্লাপাড়ায় গবাদি পশুর টিকাদান কর্মসূচির উদ্বোধন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার এডিবি ও টিআর’এর আওতায় গবাদি পশুর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রাণি সম্পদ অধিদপ্তর কার্যালয়ে বেলা এগারোটায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ্ধুসঢ়;জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোর্শেদ উদ্দিন আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া প্রমুখ। প্রাণি সম্পদ অফিস সূত্রে এ কর্মসূচিতে উপজেলার ১৪টি ইউনিয়নের এক লাখ গবাদি পশু (গরু) তড়কা ও পিপিআর রোগ প্রতিরোধক টিকা দেয়া হবে। এতে মোট ৫৯ জন কর্মী মাঠ পর্যায়ে টিকা দিবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments