শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উৎসব আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর

রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উৎসব আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর

জয়নাল আবেদীন: রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উৎসব অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ে শতবর্ষ পূর্তি উৎসব পালন করতে না পারায় এই সময়ে অনেক খ্যাতিমান প্রাক্তন ছাত্রের মৃত্যুজনিত কারনে অংশ নেয়া হলোনা । যেমন সাবেক রাষ্ট্রপতিহুসেইন মুহম্মদ এরশাদ । এদিকে বহুল প্রতীক্ষিত এই উৎসব বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কলেজ প্রশাসন। ইতোমধ্যে এই কলেজের প্রাক্তন অনেক ছাত্র যারা বিদেশে আছেন এবং দেশের বিভিন্নস্থানে চাকরি কিম্বা ব্যবসায় নিয়োজিত তারা ছুটি নিয়ে রংপুরে এসেছেন ।যারা রংপুরের স্থায়ি তারা নিজ বাড়িতে, কেউ উঠেছেন আত্মীয় বাড়ি আবার কেউ আবাসিক হোটেলে ।দু’দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে বর্ণিল আয়োজন। এরমধ্যে প্রথম দিনে রয়েছে আনন্দ শোভাযাত্রা, সম্মাননা প্রদান, আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আলোকিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসনসহ রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। প্রথম দিন বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এতে স্বনামধন্য বেতার ও টিভি শিল্পীরা গান ও দলীয় নৃত্য পরিবেশন করবেন। সন্ধ্যা পৌনে ৬টায় মঞ্চে উঠবে ব্যান্ডদল জলের গান।সমাপনী দিন ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে বর্ধিত সাংস্কৃতিক অনুষ্ঠান এতে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশের স্বনামধন্য বেতার ও টিভি তারকা শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন। উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর বিমল চন্দ্র রায় বলেনগত প্রায় ৪ বছর থেকে হাজার হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানের অপেক্ষায় আছে। আমরা পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন করা সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা যাতে ভোগান্তি ছাড়া টিশার্ট, ব্যাগ ও ডিরেক্টরি সংগ্রহ করতে পারে, এজন্য বুথের ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন ‘বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান আয়োজনে প্রাথমিক সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রচার প্রচারণার পাশাপাশি কলেজের জিএল মাঠে মঞ্চ নির্মাণের কাজও চলছে। সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়মিত অনুশীলন করছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর হয়ে উঠবে প্রতিটি আয়োজন। ২০১৬ সালে ১০ নভেম্বর কলেজটি প্রতিষ্ঠার শত বছর পূর্ণ হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করেন। কিন্তু প্রধান অতিথি কে হবেন এই জটিলতা সহ বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন করতে ব্যর্থ হয় কলেজ প্রশাসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments