শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসুজাপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি প্রীতি সম্মেলন

সুজাপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি প্রীতি সম্মেলন

অমর চাঁদ গুপ্ত/মোস্তাক আহম্মদ: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হবে। শতবর্ষ পূর্তি উপলক্ষে সকাল ৯ টায় উদ্বোধন, সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন। শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়। সকাল ১১টা ১০ মিনিটে স্মৃতি চারণ, বিকেল ৩টায় গুণজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন এবং বিকেল ৪টায়। এতে সঙ্গীত পরিবেশন করবেন তারকা কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর, সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী প্রমুখ। শতবর্ষ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে শতবর্ষ উদযাপন কমিটি ব্যাপক প্রচার-প্রচারণাসহ প্রস্তুতি নিয়েছেন। উচ্ছ্বাসিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ব্যস্ততম সড়কে নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য তোরণ এবং পোস্টারে ছেয়ে গেছে উপজেলার শহর-বন্দর-পাড়া-মহল্লা। বিদ্যালয় সেজে নতুন রূপে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments