বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার শামছুর রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত

সাঁথিয়ার শামছুর রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত

আব্দুুদ দাইন: পাবনার সাঁথিয়ার শামছুর রহমান রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার তলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ রাজশাহী বিভাগের এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও কমিশনার হুমায়ুন কবির খোন্দকার রোববার (২৯ ডিসেম্বর) এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শামছুর রহমান উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি ইংরেজী ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে রাজশাহী বিভাগের একমাত্র প্রধান শিক্ষক হিসেবে সরকারি বৃত্তি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে থিসিস সহ এমএড ডিগ্রী সম্পন্ন করেন। এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল থেকে “স্পোকেন ইংলিশ” কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিভাগীয় অনুমতি নিয়ে আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিতে পিএইচডি কোর্সে অধ্যয়নরত রয়েছেন। শামছুর রহমান সাঁথিয়া উপজেলার আফড়া গ্রামের মরহুম আজিম উদ্দিন প্রাং ও মোছা: তাছিরন নেছার ছেলে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ প্রধান শিক্ষক শামছুর রহমানের এ অর্জনে সস্তোষ প্রকাশ করেন। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার মনসুর রহমান বলেন আমরা আশাবাদী জাতীয় পর্যায়েও শামছুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments