বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ওয়ান ষ্টপ সার্ভিসে ড্রাইভিং লাইসেন্স পেলেন ৪শ জন

উল্লাপাড়ায় ওয়ান ষ্টপ সার্ভিসে ড্রাইভিং লাইসেন্স পেলেন ৪শ জন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দিনের ওয়ান ষ্টপ সার্ভিসে চারশ জন ড্রাইভিং লাইসেন্স (লার্নার) পেয়েছেন। উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল বুধবার সকাল ৯ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত লাইসেন্স পেতে ৯শ ৫০ টি আবেদন পত্র জমা ও কার্যক্রম চলে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান, বিআরটি’র উপ- পরিচালক আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল)গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) গোলাম মোস্তফা, মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮্#৩৯;র আওতায় মটরসাইকেলসহ সবধরনের যানবাহন চালকদের শিক্ষাণুবিশ ড্রাইভিং লাইসেন্স সহজে পেতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে জেলার মধ্যে প্রথম এ উদ্যোগটি নেয়া হয়। গত ২৮ জানুয়ারী উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান বলেন, এক দিনের এ সার্ভিসে লাইসেন্স পেতে মোট ৯শ ৫০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪শ জনকে শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স (লার্নার) হাতে দেয়া হয়। বাকীদেরকে আগামী সপ্তাহের মধ্যেই দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments