শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাপাহার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে চোরাকারবারী আটক

সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে চোরাকারবারী আটক

বাবুল আকতার: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অবৈধপ্রবেশ কালে শহিদুল্লাহ (৩৮) নামে এক যুবককে বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানায় দায়েরকৃত বিজিবি’র এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সুন্দরইল ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সীমান্তের মেইন পিলার ২৪৮ এর ৪এস সোনাডাঙ্গা মাঠ এলাকা দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টায় শহিদুল্লাহকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ভারতীয় এয়ারটেল সীমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে সুন্দরইল বিওপি’র কমান্ডার হাবিলদার মহসীন আলী বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইন ১৯৭৩ সালের ১১(ক) ধারা মোতাবেক বিনা পাসপোর্টে বর্হিগমন চেষ্টার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে আটককৃত শহিদুল্লাহকে জেলা আদালতে প্রেরন করা হয়। আটক শহিদুল্লাহ উপজেলার সোনাডাঙ্গা গোপালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে। উল্লেখ্য যে, আটক শহিদুল্লাহ একজন চিহ্নিত চোরাকারবারী তার বিরুদ্ধে সীমান্তেÍ চোরাচালান সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments