বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলালামায় মানবতার সেবায় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি

লামায় মানবতার সেবায় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি

নুরুল করিম আরমান: ‘চলো বদলে যাই, নি:স্বার্থ হই, বদলে দেই সমাজ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ‘মানবতার সেবায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন’ নামের একটি সংস্থা। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা শহরের প্রেসক্লাব গলিসহ কোর্টি বির্ল্ডিং এর আশপাশ পরিস্কারের মাধ্যমে প্রথম বারের মত এ কর্মসূচী পালন করে সংগঠনের সদস্যরা। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচী উদ্ভোধনের পর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কর্তৃপক্ষের প্রণিত নির্ধারিত শপথ বাক্য পাঠ শেষে স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন কাউন্সিলর মো. সাইফুদ্দিন। অত:পর নিদিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ার লক্ষ্যে ডাস্টবিন হিসেবে ব্যবহারের জন্য জুড়ি কিনে দোকানের সামনে রাখার ব্যবস্থাও করেন তিনি। সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ সদস্যরা দৃঢ় বিশ্বাস নিয়ে এক সূরে বলেন, স্বেচ্ছাসেবী যুব সংগঠন সদস্যদের মতো সবাই নিজে থেকে নিজের আশপাশ পরিষ্কার রাখার কাজ শুরু করলে, পর্যায়ক্রমে সারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অসম্ভব কিছু নয়। আসুন নিজের স্বার্থেই নিজের আশপাশ পরিষ্কার রাখার কাজ শুরু করি এবং পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে নিজে ভালো থাকি ও অন্যদেরকে ভালো রাখি। তারা আরো বলেন- আমরা গাড়ী, বাড়ি নিজের মনে করি ও পরিষ্কার রাখি। এই সোনার বাংলাদেশটাও আমাদের সবার, অতএব দেশটাকে পরিষ্কার রাখার দায়িত্বটাও আপনার-আমার সকলের। গত ১ জানুয়ারী লামা পৌরসভা এলাকায় সংগঠনটি যাত্রা শুরু করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments