জয়নাল আবেদীন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উৎযাপন অংশ হিসাবে রংপুর ডায়াবেটিক সমিতির সার্বিক সেবার মান আরো বৃদ্ধি সহ মার্চ মাস থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে এই সমিতির তালিকাভুক্ত রোগীগণ মাত্র ২শ টাকার বিনিময়ে কল সেন্টারের সদস্য হয়ে তিনি এক বছর চিকিৎসা সেবা পাবেন এবং তারা দেশের যে কোন প্রান্তেই অবস্থান করুননা কেন তাদের কল সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে । এমন কি বিশেষ প্রয়োজনে চিকিৎসক ফি ছাড়াই ২৪ ঘন্টা আগে অবহিত করলে ঢাকার যেকোন বিশেষঞ্জ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট করে দেয়া হবে । এছাড়াও কোন সদস্য মাত্র ৬শ টাকায় ৭৫টি স্ট্রিপ সহ গøুকোমিটার নিতে পাবেন । যা বাজার মূল্য ২হাজার ২শ টাকা । ফলে একজন ডায়াবেটিক রোগী রেজিষ্ট্রেশন করে ১০৬১৪ নম্বরে কল করে ২৪ ঘন্টাই সেবা পেতে পারেন। এদিকে রংপুর ডায়াবেটিক সমিতির সার্বিক সেবা প্রদান প্রসারিত করার বিষয় নিয়ে দুদিন ব্যাপি বাংলাদেশ ডায়াবেটি সমিতি (বাডাস) নেতৃবৃন্দের সাথে রংপুর ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ চিকিৎসক এবং কর্মকর্তাদের নিয়ে আলোচনা বৃহস্পতিবার শেষ হয়েছে । রংপুর নগরির রাধাবলভবস্থ ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড, মুহম্মদ রেজাউল হক ।বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এসোসিয়েটেট এসোসিয়েশন এ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব প্রফেসর ডা: রশীদ-ই- মাহবুব বাডাসের সম্মানিক উপদেষ্টা ডা: ওয়াজেদুল ইসলাম খান, ইব্রাহিম হেলথ লাইন: কল সেন্টার পরিচালক ফারুক আজম খান, প্রকল্পের সিনিয়র কোর্ডিনেটর আহসানুল হক নবাব, ব্যবস্থাপক সুভজিৎ সাহা, কাষ্টমার ম্যানেজার আবু আলতামাস কল সেন্টারের সার্বিক বিষয় তুলে ধরেন। এসময় রংপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম,সহ-সভাপতি মোস্তফা আহমেদ,সহ- সভাপতি মোজাম্মেল হোসেন ডাম্বেল, যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর, তৌহিদুর রহমান টুটুল, নির্বাহী সদস্য আজিজুল ইসলাম মিন্টু, আজমল হোসেন লেবু, আলতাব হোসেন চৌধুরী, দেবব্রত সরকার রঞ্জু,জয়নাল আবেদীন, শাহ মোহাম্মদ সেলিম, শামীম তালুকদার রংপুর ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াজেদ সিনিয়র চিকিৎসক আনোয়ার হোসেন,দন্ত চিকিৎসক ডা: ইউসুফ আলী সরদার ডা: জামিলা জেসমিন ডা: দিলনাহার বানু, হেলথ এডুকেটর ওয়াহিদা ফেরদৌস সহ ল্যাবের টেকনিশিয়ানগণ উপস্থিত থেকে বিভিন্ন আলোচনায় অংশ নেন ।