শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলামাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে দু’জনকে ১শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা সদরের মধ্য বাসুদেবপুর মহল্লার ইমরান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩২)।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments