বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনে ট্রলারডুবে ১৫ জনের মৃত্যু

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনে ট্রলারডুবে ১৫ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
এছাড়া আরও ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজমীর জানান, ট্রলারটি ৭০ রোহিঙ্গা ও ১০ বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে
তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments