শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার হয়নি, আটক ১

কক্সবাজারে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার হয়নি, আটক ১

কায়সার হামিদ মানিক: কক্সবাজার সদরের পূর্ব খরুলিয়া সিকদারপাড়া থেকে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে একজনকে আটক করেছে পুলিশ। এর আগের দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এই ছাত্রীকে। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এতে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে কফিল উদ্দিন (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার হাফেজ আহমদের ছেলে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভিকটিম খরুলিয়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্তদের অধিকাংশই ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।
ভিটটিমের পিতা ফজলুর রহমান অভিযোগ করেন, এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি প্রতিবাদ করতেন। মাদক বিরোধী কাজে তিনি দীর্ঘদিন থেকে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তাতে চিহ্নিত অপরাধী, মাদক কারবারিরা ক্ষুব্ধ হয়ে উঠে। নানাভাবে প্রতিশোধ নেয়ার চেষ্টা অব্যাহত রাখে মাদক সিন্ডিকেটের সদস্যরা।
তিনি জানান, ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার স্কুল পড়ুয়া মেয়ে প্রাকৃতিক কাজে বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটেরা তুলে নিয়ে যায়। এ সময় শোর চিৎকার করলেও বখাটেদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি। ঘটনার সঙ্গে মো. আরমান এস, কফিল উদ্দিন, আনোয়ার হোসেন ও আরফাতসহ আরো ৪/৫ জনের মতো রয়েছে বলে তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন।
ফজলুর রহমান জানান- তার মেয়ে কোথায়, কোন অবস্থায় আছে, জীবিত বা মৃত কোন তথ্য তারা জানে না। নাবালিকা মেয়েকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ভিটটিমের স্বজননেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান। তিনি জানান, ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রীকে আরমান নামের বখাটে ও ইয়াবা ব্যবসায়ীসহ আরো কয়েকজন সহযোগি মিলে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ভিকটিমের স্বজনেরা উৎকণ্ঠায় রয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, ভিটকিমের পিতা বাদি হয়ে থানায় এজাহার দিয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। এই ঘটনায় একজন আটক রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments