বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হাব্বান নিহত

পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হাব্বান নিহত

কামাল সিদ্দিকী: হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলার আসামী সন্ত্রাসী হাব্বান (৫০) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পাবনা উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন জামাইপাড়া এলাকার একটি কলা বাগানে এই বন্দুক যুদ্ধের ঘটনায় সে মারা যায়। নিহত হাব্বান শহরের রামচন্দ্রপুর মন্ডলপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। বন্ধুক যুদ্ধে ৪ পুলিশ সদস্যও আহত হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন জামাইপাড়া এলাকার একটি কলা বাগানে কলাবাগানের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড় ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই(নিঃ)/ মোঃ মোহায়মেনুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিষয়টির সত্যতা যাচায়ের জন্য মোবাইল পার্টির সঙ্গীয় অফিসার- ফোর্সদের নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশ সদস্যদেরকে লক্ষ্য গুলি ছোঁেড়ে। তখন পুলিশ সদস্যরাও নিজের জানমাল, সরকারী সম্পত্তি রক্ষার্থে শর্টগান দিয়ে ফাঁকা গুলি করতে থাকে। উভয় পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট গোলাগুলি চলতে থাকে। এসময় সদর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য টহলপার্টি ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কলাবাগানের ভিতর থেকে গুলি করতে করতে পালিয়ে যায়। গোলাগুলি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজনসহ পুলিশ সদস্যরা কলাবাগানের ভিতর তল্লাশীকালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সন্ত্রাসীকে পাবনা থানার মন্ডলপাড়ার কুখ্যাত অস্ত্রবাজ সন্ত্রাসী হাব্বান (৫০) বলে সনাক্ত করে। গোলাগুলির সময় ৪ জন পুলিশ সদস্য আহত হয়। গুরুতর আহত সন্ত্রাসী হাব্বানসহ আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টা ২৫ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক হাব্বানকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে১টি রিভলবার, ৫ রাউন্ড রিভলবারের তাজাগুলি, পিস্তলের ২টি গুলির খোসা পুলিশ উদ্ধার করে বলে জানানো হয়। নিহত সশস্ত্র সস্ত্রাসী হাব্বানের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও খুন জখমের ১২টি মামলা রয়েছে বলে জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সুত্র জানায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments