শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ার নবগ্রাম শহীদ মিনারে শহীদদের স্মরণে কেউ ফুল দেয়নি

উল্লাপাড়ার নবগ্রাম শহীদ মিনারে শহীদদের স্মরণে কেউ ফুল দেয়নি

সাহারুল হক সাচ্চু:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবগ্রাম শহীদ মিনারে এবারেও মহান একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে কেউ ফুল দেননি। উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রামে স্বাধীনতা পরবর্তীতে নির্মিত প্রথম শহীদ মিনারটি এখন অযত্ন আর অবহেলায় রয়েছে। গত ক’বছর ধরে শহীদ মিনারটিতে জাতীয় কোন দিবসেই কেউ কিংবা কোন সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়না। বিভিন্ন সূত্রে জানা যায়, স্বাধীনতা পরর্বতী সময়ে ১৯৭২ সালে স্থানীয়দের উদ্যোগে নবগ্রামে শহীদ মিনারটি নির্মান করা হয়। এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও সংগঠন একুশে ফেব্রুয়ারিসহ অন্যান্য জাতীয় দিবসে এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানাতো। এ শহীদ মিনারের পাশে বসতি পরিবারের কেউ এর যত্ন নেয় না বলে জানা যায়। এ শহীদ মিনারটি নির্মানের মূল উদ্যেক্তোদের মধ্যে বীর মুক্তি যোদ্ধা মীর আমিরুল ইসলাম হিরু, সামিউল ইসলাম জজ ও মজনু মিয়া ইতিমধ্যেই মারা গেছেন। উল্লাপাড়া মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী মোঃ খোরশেদ আলম জানান, নবগ্রামের ওই শহীদ মিনারটি উল্লাপাড়ায় প্রথম স্থাপন করা হয়। সে সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতো। শহীদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা না জানানো দুঃখজনক বিষয়। শহীদ মিনারের সংলগ্ন বাসিন্দা এইচ এম জুলকার নাইন বেনহুর গণমাধ্যমকে জানান, এবারেও ২১শ ফেব্রুয়ারি এ শহীদ মিনারটিতে কেউ শ্রদ্ধা জানায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments