বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি, ২ নারী আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি, ২ নারী আটক

এম এ মুছা: সিরাজগঞ্জ বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর স্বজনের ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে এবং দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উল্লাপাড়া থানার উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের হাছেন মন্ডলের মেয়ে শিরিনা বেগম (২৮), ও সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের আব্দুল মোন্নাফ মোল্লার স্ত্রী আদুরী জান্নাতী (২০)। এ ব্যাপারে বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মিনারা খাতুন জানান, আমার ভাতিজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অবস্থায় ভর্তি হয়, আমি তাকে দেখতে যাই এবং আমার ভ্যানেটি ব্যাগে ৩০ হাজার টাকা ছিল। ভ্যানেটি ব্যাগ রেখে বাথরুমে গেলে, পরে এসে দেখি ভ্যানেটি থেকে কে বা কাহারা টাকা নিয়েছে। আমি বিষয়টি হাসপাতালে কৃর্তৃপক্ষকে অবহিত করি। বিষয়টা থানাকে অবহিত করলে তারা তাৎক্ষণিক এসে চুরিকৃত টাকাসহ ২ মহিলাকে আটক করে। আমি ধন্যবাদ জানাই থানা প্রশাসনকে তাৎক্ষণিক ভাবে আমার চুরিকৃত টাকা উদ্ধার করে দেওয়ার জন্য। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীর স্বজনের ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে এমন অভিযোগে ভিত্তিতে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নিলে উপজেলা কমপ্লেক্সে থেকে টাকাসহ ২ নারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এবং পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments