স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, ৩ দিন পর মিলল তরুণীর লাশ

সদরুল আইন: পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেল থেকে ঈশিতা বেগম (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে হোটেল কক্ষের তালা ভেঙে ওই লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম।

হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।

হোটেলের বরাত দিয়ে পুলিশ জানান, গত ২৯ ফেব্রুয়ারি শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সঙ্গে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।

সোমবার বিকেলে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা দিয়ে একা হোটেল থেকে চলে যান।

পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা অনেকক্ষণ দরজায় নক করে কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে লাশ উদ্ধার করে।

ওসি মাহবুবুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Previous articleদুই শিশুকে ধর্ষণ করে হত্যা, ২ জনের ফাঁসি
Next articleপাপিয়ার পাপের ডেরায় নিয়মিত যাতায়াত ছিল মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।