বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় শখের বসে ৮৯ হাত বাইচের নৌকা তৈরী করছেন এক দিনমজুর

উল্লাপাড়ায় শখের বসে ৮৯ হাত বাইচের নৌকা তৈরী করছেন এক দিনমজুর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মান্নান (৬০) পেশায় স’মিলের মিস্ত্রী। তিনি দিন আয়ের মানুষ। তার দিনের আয়ে সংসার চলে। তিনি শুধু মাত্র শখ আর নাম প্রচারে ৮৯ হাত (১৩৩.৫ ফুট) বাইচের নৌকা বানাচ্ছেন। এর পিছনে তার খরচ হবে প্রায় ৫ লাখ টাকা। উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের সরাতলা গ্রামের আব্দুল মান্নান স্থানীয় একটি স’মিলে মিস্ত্রীর কাজ করেন। তার সহায় সম্পদ বলতে শুধু মাত্র বসত ভিটা আছে। তার পেশার আয়ে সংসার চলে। কয়ড়া বাজারের পাশে বিশাল বাইচের নৌকাটি তৈরী করা হচ্ছে। বেশ ক’জন কাঠ মিস্ত্রী নৌকাটি তৈরীর কাজ করছেন। এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রায়ই ভিড় জমিয়ে নৌকাটি দেখছেন। আব্দুল মান্নান বলেন, তিনি শুধুমাত্র শখের বসে নৌকাটি তৈরী করাচ্ছেন। বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতায় তার নৌকাটি অংশ নেবে। এতে তিনি আনন্দ পাবেন। এলাকার লোকজন আনন্দ- বিনোদনে মাতবে। তিনি নিজের আয়ের টাকা থেকেই নৌকাটি তৈরীর পিছনে খরচ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments