শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় বিরোধপূর্ণ মাছের ঘেরে প্রতিপক্ষের বিষ প্রয়োগ

কলাপাড়ায় বিরোধপূর্ণ মাছের ঘেরে প্রতিপক্ষের বিষ প্রয়োগ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নে বিরোধপূর্ণ মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার ক্ষতিকরার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ রাশিদা বেগম বুধবার মহিপুর থানায় প্রতিপক্ষ মোঃ কামাল মল্লিক, রফেজ হাওলাদার, আলতাফ খান, রাসেল খানসহ আট জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত হিসেবে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া মৌজায় এক একর জমি বন্ধোবস্ত নিয়ে মোসাঃ রাশিদা বেগম মাছের ঘের তৈরী করে মাছ চাষ শুরু করে অর্থনৈতিক ভাবে সাবলম্বি হওয়ার জন্য। সফলতার ইর্শান্বিত হয়ে প্রতিপক্ষ কামাল মল্লিক, রফেজ হাওলাদারসহ ১৪ জন গত মঙ্গলবার দিবাগত রাতে মাছে ঘেরে বিষ প্রয়োগ করে রুই, কাতল, গলদা চিংড়ি, তেলাপিয়া, কোড়াল, খসরুল, লাইলনটিকাসহ বিভিন্ন প্রজাতির পাঁচ লক্ষ টাকা মুল্যের মাছ নিধন করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানায়,অভিযোগ পাওয়া গেলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments