বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপ্রধানমন্ত্রীর ঘোষণা কাউকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না: ডেপুটি স্পিকার ফজলে...

প্রধানমন্ত্রীর ঘোষণা কাউকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না: ডেপুটি স্পিকার ফজলে রাব্বি

আব্দদু দাইন: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা কাউকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না। প্রতিবন্ধীরা স্পেশাল চাইল্ড। দৃষ্টি প্রতিবন্ধীরা দেখতে পায়না । কিন্তু তারা বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। আমাদের দায়িত্ব এদের সামনে এগিয়ে নিয়ে আসা। আজকের এ ফুটবল ম্যাচ অভুতপূর্ব। এর আগে এরকম কোন ফুটবল ম্যাচ আমি কখনই দেখিনি । উন্নত দেশ গঠনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। দেশে জিডিপি’র হার বৃদ্ধির জন্য কাউকে পিছিয়ে রাখা যাবে না। মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় শুক্রবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে দু’দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল ম্যাচটি প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৪২ পাবনা নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, বেড়া পৌর মেয়র আলহাজ¦ আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এস,এম আসিফ শামস রঞ্জন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস, উৎসর্গ ফাউন্ডেশনের সম্পাদক তানজিনা খান । অ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজে বোঝা নয়। এদেরকে মানব সম্পদে রুপান্তরের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নেওয়া সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বাংলাদেশকে বিশ^ দরবারে পরিচিত করেছেন। অ্যাড. শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশন ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যৌথ ভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ফুটবল ম্যাচটির আয়োজন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments