কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাঁথিয়ায় বিএমএসএফ'র প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জেলা প্রশাসক সুলতানা পারভিনের মিথ্যা মামলায় কারাদন্ড ও শারিরীক নির্যাতনের প্রতিবাদে এবং ডিসিসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবীতে পাবনার সাঁথিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাঁথিয়া উপজেলা শাখা। সোমবার সকাল ১০টায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএমএসএফ এর সভাপতি খালেকুজ্জামান পান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, সাংবাদিক উজ্জল হোসেন,আব্দুল হাই, জালাল উদ্দিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনসুর আলম খোকন,আবু সামা, আবু ইসহাক ,আরিফুল ইসলাম, আরিফ খাঁন, রফিকুল ইসলাম সান,আরিফ ইফতেখার প্রমুখ। বক্তারা বলেন, শুধু প্রত্যাহার করলেই চলবে না। সাংবাদিক আরিফুলের মামলা খারিজসহ তার উপর অমানুষিক নির্যাতনে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনেরও প্রতিবাদ করেন।

Previous articleসাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
Next articleকক্সবাজারে ৩ পর্যটককে এলোপাতাড়ি ছুরিকাঘাত: নগদ টাকা ও মোবাইল ছিনতাই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।