সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন কর্তৃক বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান অমানবিক নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। জয়পুরহাট জেলার সকল সাংবাদিকের অংশগ্রহনে এ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, জনকন্ঠের জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, এনটিভির শাহজাহান সিরাজ মিঠু, নিউজ টুয়েন্টিফোরের আলমগীর চৌধুরী, একুশে টেলিভিশনের এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর রবিউল ইসলাম রুবেল, সময় টেলিভিশনের শাহিদুল ইসলাম সবুজ, রেজাউল করিম রেজা, আজকালের খবরের আজিজুল ইসলাম, ইত্তেফাকের আতিউর রাব্বি তিয়াস ও আর টিভির রাশেদুজ্জামান রাশেদ। বক্তারা বলেন-কুড়িগ্রামের ডিসিকে শুধু প্রত্যাহার করলেই চলবে না, তার বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের ও বরখাস্ত করতে হবে। সেই সাথে সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নি:শর্ত ভাবে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Previous articleহারামজাদা হওয়ার চেয়ে নবাবজাদা হওয়া ভালো: আসিফ নজরুল
Next articleকুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাঁথিয়ায় বিএমএসএফ’র প্রতিবাদ সমাবেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।