শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ভূঞাপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ভূঞাপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

আব্দুল লতিফ তালুকদার: অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান, অমানবিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাব এর কর্মরত সাংবাদিকরা। সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সভাপতি শাহ্ধসঢ়;আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহীন, সৈয়দ সরোয়ার সাদী রাজু, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, ইব্রাহীম ভূইয়া, আব্দুল লতিফ তালুকদার, আল-আমিন শোভন, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয় মন্ডল, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় মানববন্ধনে বক্তরা বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক তার পেটোয়াবাহিনী দিয়ে মধ্য রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মাদক দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন। অনতিবিলম্বে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিশর্তমুক্তি ও ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments