মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ইভটিজারদের আটকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রায়পুরে ইভটিজারদের আটকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরের গাড়ী বহরে বখাটেদের হামলা, ইভটিজিং এবং ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার বামনী ইউনিয়নের মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোাগে মাদরাসা ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রায়পুর থানার ওসি মোঃ তোতা মিয়া তোমাদের (শিক্ষার্থীদের) ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। পুলিশ ইভটিজারদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হয়েছে। তাদেরকে যে কোন মুল্যে গ্রেপ্তার করা হবে বলায় মানববন্ধন সমাপ্ত করা হয়। মানববন্ধনে ইভটিজিংয়ের বিচারের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে বখাটেদের বিচারের দাবি করে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানানো হয়। এসময় মাদরাসা কমিটির সহ সভাপতি সাংবাদিক আবদুল করিম, মাদরাসার সুপার মাওলানা আব্দুল আলিম,সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আলি আহমেদ, সদস্য আনোয়ার হোসেন, অভিভাবক দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম ও শিক্ষার্থী কাউছার ভুঁইয়া, নাছির হোসেন, ফারজানা আক্তার প্রমূখ। উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরে চাঁদপুর (মিনি কক্সবাজার) যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ ১২০ জন ৯টি গাড়ি নিয়ে রওনা হন। তার পিছন দিয়েই ৩টি মোটর সাইকেল যোগে একই এলাকার মানিক সাহার বাড়ির মো. হারুনের ছেলে মো. ফাহাদ (২০) এর নেতৃত্বে তার সহোদর রাব্বি (২৫), তোরাপের বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্যা (২৪), জাকিরের ছেলে শান্ত (২৫) ও তার সহোদর ফাহিম (২০), ফকির বাড়ির মো. দেলোয়ারের ছেলে সবুজ (২২), তোরাপের বাড়ির বিশু ওরফে হ্রদয় (২২) এবং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি চকিদার বাড়ির মো. লিটনের ছেলে ফাহিম (২২) সহ বহিরাগত বখাটেদের শিক্ষা সফরে না নেওয়ায় গাড়ী বহরে চাঁদপুর (মিনি কক্সবাজার) পর্যন্ত এবং চাঁদপুর থেকে ফেরার পথেও দফায় দফায় হামলা চালায়। গাড়ীর পেছনে আসতে দেখে শিক্ষকদের নির্দেশে ড্রাইভাররা বখাটেদের ওভারটেক করতে না দেওয়ায় তারা ভিন্ন পথ অবলম্বন করে রায়পুর জিনের মসজিদ নামক স্থানে এসে গাড়ী বহরকে বেরিকেট দেয় । এসময় বখাটেরা আলমগীর হোসেন দিলসন নামক ড্রাইভারকে গাড়ী থেকে টেনে-হিচড়ে বের করে এলোপাথারি কিল ঘুষি মেরে ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অন্য ড্রাইভাররা এগিয়ে আস, তখন বখাটেরা পালিয়ে যায়। এ সময় বখাটেরা ড্রাইভারের পেন্টের পকেটে থাকা ১টি মোবাইল, ১৮হাজার পাঁচশত টাকাসহ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায় । সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বখাটেরা পালিয়ে যায় । পুলিশ পটোকলে গাড়ী বহর মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে যায় । গাড়ী বহর এলায় আসার পূর্বেই বখাটেরা মাদ্রাসার সামনে বহিরাগত অন্যান্ন বখাটে নিয়ে বগি, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে ড্রাইভারদের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আসলে বখাটেরা পালিয়ে যায় । এ সময় তাদেরকে না পেয়ে সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব নজির আহমেদের বাড়ি থেকে তাদের একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায় । গতকাল মঙ্গলবার স্থানীয় জামে মসজিদ ও হাফেজিয়া এতিমখানা এবং খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের উদ্যোগে একটি প্রতিবাদ সভা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments