শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামির্জাগঞ্জে কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা

মির্জাগঞ্জে কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা

আঃ রহিম সজল: পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করার দায়ে মনির হোসেন (৩২) না‌মে এক মালয়েশিয়া প্রবাসীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবারে (১৮মার্চ) বিকালে উপজেলার ‌পশ্চিম সুবিদখালী এলাকায় মনির হোসেন প্রকা‌শ্যে চলাফেরা করায় তা‌কে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন। ওই প্রবাসী একই গ্রামের মোঃ আইয়ুব খানের ছেলে। তিনি গত ১১ মার্চ মালয়েশিয়া থে‌কে দেশে ফি‌রে আসেন।

পরে সুবিদখালী বাজার, বিদ্যালয় ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন খেলার মাঠসহ বিভিন্ন জনসমাগমস্থলে উপস্থিত জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে প্রচারণা চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান শেষে মনির হোসেনকে তার নিজ বাড়ীতে পৌঁছে দিয়ে আগামী ৮দিন নিজ গৃহে আলাদা স্থানে থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মির্জাগঞ্জে বিদেশ থেকে দেশে এসেছেন ১০২ জন। তাদের সবাইকে নজরদারিতে রাখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments