সাঁথিয়ায় বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী কালু নিহত

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আবুল কালাম কাইলা ওরফে কালু (৩৫)নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ৪টি মামলা রয়েছে। সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লিুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ এক অভিযানে বের হলে উপজেলার করমজা ই্ধসঢ়;উনিয়নের করমজা-বায়া খড়বাগান নামক স্থানে পৌঁছামাত্রই কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টা ১০ মিনিটে সে মারা যায়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য এসআই ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হয়। ঘটনাস্থল থেকে ১০০ পিচ ইয়াবা,একটি ওয়ান স্যুটার গান,দুই রাউন্ড গুলি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। নিহত কালুর নামে সাঁথিয়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এলাকাবাসী জানান, কালু চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বেশ কয়েকবার পুলিশের নিকট ধরা পড়লেও পরে জামিন নিয়ে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে ।

Previous articleসাঁথিয়ায় এক প্রাথমিক শিক্ষিকার দাপট ও সেচ্ছাচারিতায় তটস্থ কর্মকর্তা-শিক্ষকবৃন্দ
Next articleকরোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে হাত ধুয়ে ফুলবাড়ী থানায় প্রবেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।