বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাস্থবির হয়ে যাচ্ছে বেলকুচির স্বাভাবিক জীবনযাত্রা

স্থবির হয়ে যাচ্ছে বেলকুচির স্বাভাবিক জীবনযাত্রা

এম এ মুছা: বেলকুচিতে করোনা ভাইরাস কোভিড-১৯ আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়া ক্রমেই স্থবির হয়ে যাচ্ছে। কিভাবে নিরাপদে থাকা যাবে এমন চিন্তায় হিমশিম খাচ্ছে স্থানীয় জনসাধারণ। চলমান সংক্রামক কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারসহ বিভিন্ন প্রচার মাধ্যম এবং সামামাজিক যোগাযোগে ভাইরাসের আতঙ্কে সাধারন মানুষ বিচলিত হয়ে পরছে।এ পরিস্থিতি কতদিন থাকবে, কিভাবে প্রতিরোধ করা যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে কতদিনে এমন হুতাশায় ভূগছে সাধারণ মানুষ। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সভা-সমাবেশ, গণ জমায়েত, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, অনুষ্ঠানো বন্ধ ঘোষনা করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক জীবনযাত্রায় প্রধান অন্তরায় কোভিড-১৯ বা করোনা ভাইরাস আতঙ্ক। এটিকে পুঁজি করে এক শ্রেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মনগড়া পোষ্ট করেও সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। গত ক’দিনের ব্যবধানে চাল-ডাল, পেঁয়াজ-রসুনসহ বেশ কিছু দ্রব্যমুল্যের দাম বাড়তে শুরু করছে। বিষয়টি মহামারি আকার ধারন করার আগেই লাগাম টেনে ধরার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং করে মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় হাট বাজারে দোকান মালিকের বিরুদ্ধে জরিমানা করা হলে মুল্যবৃদ্ধি অনেকটাই থেমে যায়। তবে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বাড়ানোর জন্য ওঁৎ পেতে আছে। খুব বেশী প্রয়োজন ছাড়া মানুষ বাহিরমূখী হচ্ছেনা এখন। পৌর এলাকা ও গ্রাম্য হাট-বাজার যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সমাগম ছিল বর্তমানে এসব স্থানের চিত্র এখন ভিন্ন সন্ধা হলেই বাহিরে জনসাধারণেরর উপস্থিতি কমছে। ক্রমেই থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক গতি। বেলকুচি থানা পুলিশের পক্ষ থেকেও জনসাধারণকে করোনা প্রতিরোধ বিভিন্ন ভাবে সচেতন করছেন। এ দিকে উইকিপিডিয়ার তথ্য মতে, মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো ভ্যাক্সিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। যেহেতু করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণের কোনও চিকিৎসা বা প্রতিষেধক নেই, তাই সতর্কতাই এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। আতঙ্কিত না হয়ে একটু বাড়তি সচেতনতা-সতর্কতাই পারে এ দূর্যোগ থেকে রক্ষা করতে । বর্তমান বিশ্বদূর্যোগ পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে, সরকার কর্তৃক প্রচারিত তথ্য উপাত্ত জেনে সতর্কতা অবলম্বন করে চললে পরিস্থিতির খুব দ্রুতই অনেক উন্নতি হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments