মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরে করোনার প্রভাবে জনপথ জনশূন্য

মাদারীপুরে করোনার প্রভাবে জনপথ জনশূন্য

আরিফুর রহমান: মাদারীপুর করোনা ভাইরাসের চরম ঝুঁকিতে থাকা মাদারীপুর শহর, সদর উপজেলা, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলাসহ জেলার সাথে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। রাস্তাঘাট মানুষ শূণ্য হয়ে পড়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায় না। জেলার সকল মানুষই নিজ নিজ ঘরে অবস্থান করছে। বলা চলে মাদারীপুর এখন অঘোষিত লক ডাউনে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কসহ জেলার আশপাশের সড়কে কোন দুরপাল্লার ও ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি এবং সাধারণ জনগণকে তেমন চলাচল করতে দেখা যায়নি। সাধারন জনগন গৃহবন্দি হয়ে অলস জীবনযাপন করছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও মাদারীপুর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন করোনা ভাইরাস রোধে ব্যাপক কাজ করছে বলে জানা গেছে। গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য সামগ্রী, ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট, কাঁচাবাজার, হাসপাতাল বাদে সব বন্ধ করেছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, প্রয়োজন ব্যতীত কোন ভাবেই বাড়ীর বাইরে না আসেন। মাদারীপুরে আইসোলেসনে আছে ৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩ জন। বর্তমানে সর্বমোট ৩৭৬ জন হোম কোয়ারেন্টাইনে আছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ৮৪ জন আছে। জেলায় এ পর্যন্ত মোট ৭৪৮ জনকে হোম কোয়ারেন্টাইন দেয়া হয়েছিল। তার মধ্যে ৩৭২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, দেশে এখন করোনা ভাইরাসের দুর্যোগ চলছে। করোনা ভাইরাসের ঝুঁকি এড়িয়ে চলার জন্য রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। সকল মানুষকে সচেতন হয়ে থাকতে হবে। সকল মানুষ যদি সরকারি সিদ্ধন্ত মেনে চলে তা হলে করোনা ভাইরাসের ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments