শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় থানায় অভিযোগ

বেলকুচিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় থানায় অভিযোগ

এম এ মুছা: সিরাজগঞ্জ বেলকুচিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ। এ ঘটনায় এক পক্ষের মুসা শেখ বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম। অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) সন্ধায় বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামে স্কুলের ইট কেনাবেচাকে কেন্দ্র করে মৃত সোরহাব হোসেনের পুত্র মুসা আলমের বাড়ীতে অতর্কিত হামলা চালায়, একই গ্রামের মৃত মোকছেদ আলী পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম গংরা। ইহার জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। মামলার বাদী মুসা আলম সাংবাদিকদের বলেন, পূর্ব শুত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য আব্দুল সালামের সাথে আমাদের সম্প্রতি সংঘর্ষ বাঁধে। ইহার জের ধরে গত রবিবার সন্ধায় আমার বাড়ীসহ আরও ২টি বাড়ী ভাংচুর ও লুটপাট করে সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম, রেজাউল করিম রিজু, আবু সাইদ, জহির, বুদ্দু, হোসেন, ছানোয়ার, সাইফুল, মফিজুল, এরশাদ, আব্দুল মান্নানসহ আরও অনেকে। এসময় আমার বাড়ীর আলমারীতে থাকা নগদ ১০ লক্ষ টাকা, ৬ ভরি সোনার গহনাসহ আরও ২টি বাড়ীতে লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। পরে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করি। আহত হোসেন আলীর স্ত্রী বিউটি খাতুন জানান, আমার স্বামী মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন এমন সময় পূর্বথেকে ঔঁত পেতে থাকা মুসা আলমসহ ১০-১২ জন এসে আমার স্বামীকে গাছের ডাল দিয়ে অতর্কিতভাবে এলোপাথারী মারতে থাকে। এসময় আমার স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। পড়ে জানতে পারি আমার ছোট ভাই হোসেন আলীকে মারপিটের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। ইহার জের ধরে কে বা কারা রাতে বাড়ী ঘর ভাঙচুর করে আমার জানা নেই। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দেলুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের মারপিটের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments