শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইল জেলাকে 'লকডাউন' ঘোষণা

টাঙ্গাইল জেলাকে ‘লকডাউন’ ঘোষণা

আব্দুল লতিফ তালুকদার: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এ ভাইরাস রোধে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে আজ বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা ও উপজেলার সকল প্রবেশপথ দিয়ে ভেতর ও বাহির হতে জরুরি সেবা ব্যতীত সকল গণপরিবহন ও মানুষের চলাচল বন্ধ থাকবে। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও অনুরোধ জানান তিনি।

এ সভায় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, লে. কর্নেল মো. সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ জাফর আহমেদ প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments