বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

আবুল কালাম আজাদ: টাঙ্গাইল পৌর এলাকায় করোনা উপসর্গ নিয়ে শাহ আলম (৪২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।গত বুধবার (০৮ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি পৌরসভার ১৫ ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মৃত এম এ সামাদের ছেলে।এঘটনায় মৃতের বাড়িটিসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর হুমায়ুন জানান,শাহ আলম ৫ বছর আগে মালয়েশিয়া থেকে এসেছে। সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। ২০১৮ সালে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তবে সে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিল।গত বুধবার রাত আটটার দিকে তার শ^াসকষ্ট বেড়ে যায়।এরপর তার পরবিারের লোক জন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপালে নিয়ে যায়।সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামাপদ রায় জানান,গত বুধবার দুপুরে সংবাদ পেয়ে সাথে সাথে নমুনা সংগ্রহ করেছি।ঢাকায় পাঠানো হয়েছে। আর লাশ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে কমিটি করা হয়েছে,তাদের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িটিসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments